এপেল সিডার ভিনেগার উইথ দ্যা মাদার খাওয়ার সঠিক নিয়ম :
প্রথমে ভিনেগার এর কাচের বোতল টা ভাল করে ঝাকিয়ে নিবেন। ১ গ্লাস কুসুম গরম পানিতে ১ চা চামুচ ভিনেগার, অল্প লেবুর রস, অল্প আদার রস মিশিয়ে খাবার খাওয়ার immediate ( ২০ মিনিট) আগে সেবন করতে হয়। প্রতিদিন highest ৩ বার ভিনেগার খেতে পারবেন। আর যেদিন রোজা থাকবেন সেদিন ইফতার এর শুরুতে ভিনেগার পান করতে পারবেন। ভিনেগার সারাজীবন পান করতে পারবেন। কোনো সমস্যা নাই
☞☞অর্গানিক কোকোনাট / এপেল সিডার ভিনেগার উইথ দ্যা মাদারের প্রধান উপকারিতা সমূহ
✪ হজমে সহায়তা করে।
✪ ওজন কমাতে সহায়তা করে।
✪ বিপাক প্রক্রিয়ায় সহায়তা করে।
✪ ক্ষুধা নিয়ন্ত্রনে সহায়তা করে।
✪ গ্যাসের সমস্যা নিয়ন্ত্রন করে।
✪ শরীরের গঠন ধরে রাখতে ও শক্তি বৃদ্ধিতে সহায়তা করে।
ওজন কমাতে অনেক সহায়তা করে
2 reviews for Bragg Organic Apple Cider Vinegar 966 ml