বই সম্পর্কে
গোটা পৃথিবীতে বিশুদ্ধতা, বিন্যস্ততা ও কার্যকারিতায় ছয়টি গ্রন্থ সুপ্রসিদ্ধ। যাদেরকে বলা হয় সিহাহ সিত্তাহ। এই ছয়টি গ্রন্থের অন্যতম একটি গ্রন্থ হলো সুনানে আবী দাঊদ। ৫,০০,০০০ (পাচঁ লক্ষ) হাদীসের মধ্য হতে ৪,৮০০(চার হাজার আটশত) হাদীসের অসাধারণ ও নজীর বিহীন সংকলন হলো সুনানে আবী দাঊদ। সকল শ্রেণীর উলামা ও ত্বলাবার নিকট ব্যাপকভাবে এটি সমাদৃত এবং ফিকহ বিষয়ে হাদীসের এমন বিশাল ভান্ডার এতে জায়গা পেয়েছে। যা অন্য কোনো কিতাবে পায়নি । এজন্য এটি অনন্য ও অসাধারণ।
- কম্পিউটার কম্পোজ, তিন কালার ও উন্নতমানের আকর্ষণীয় কাগজে মুদ্রিত।
- হরকতবিহীন, যা দরসে বসার উপযোগী।
- দুর্বোধ্য ও সংশয়পূর্ণ শব্দাবলিতে প্রয়োজনীয় হরকত প্রদান।
- বহুল প্রচলিত হিন্দুস্তানি নুসখার অনুসরণ।
- শব্দগত ও অর্থগত ভুল সংশোধন।
- যতিচিহ্ন ও আধুনিক আরবি বানানরীতির আলোকে বিশুদ্ধ ইমলার (লেখ্যরীতি) প্রতি বিশেষ গুরুত্বারোপ।
- ধারাবাহিকভাবে হাদীস নম্বর, কিতাব (অধ্যায়)-নম্বর এবং পর্বভিত্তিক বাব (পরিচ্ছেদ)-নম্বর প্রদান।
- প্রতিটি হাদীসের ধারাবাহিক হাদীস-নম্বরগুলো রঙ্গিনকরণ।
- যোগ্যতাসম্পন্ন, দক্ষ ও অভিজ্ঞ মুহাদ্দিসীনে কেরাম দ্বারা সম্পাদিত।
- কিতাব/অধ্যায়গুলোকে ক্যালিওগ্রাফি করে লেখা।
- কুরআনের আয়াতসমূহ হরকতযুক্তরূপে রঙ্গীনকরণ।
- হাশিয়ার নামগুলো ক্যালিওগ্রাফি করে লেখা।
- অনায়াসে খুঁজে বের করার জন্য হাশিয়াগুলো পৃথক পৃথক অনুচ্ছেদে ক্রমিক নং সহ উল্লেখ ।
- ضمير -এর مرجع সহজে খুঁজে পাওয়ার জন্য প্রতিটি ضمير ও তার مرجع -এর নিচে একটি নম্বর প্রদান।
- হাশিয়ায় অবস্থিত ভুল-ত্রুটি মূল উৎসগ্রন্থের সাথে মিলিয়ে সংশোধন।
- হাশিয়ার শেষে যে সকল উৎসগ্রন্থের ইঙ্গিত দেওয়া হয়েছে, পুরো নাম উল্লেখ করে তা সুস্পষ্টকরণ।
- কিতাবের শুরুতে উৎকৃষ্টমানের একটি গুরুত্বপূর্ণ (مقدمة) ভূমিকা সংযুক্তকরণ।
- কিতাবের শেষে হাদীস ও পৃষ্ঠা নম্বর উল্লেখপূর্বক (معجم غريب الحديث) কঠিন ও জটিল শব্দাবলির ব্যাখ্যা সংযোজন।
লেখক সম্পর্কে
তিনি হলেন সুলাইমান বিন আ‘শআছ ইবনে ইসহাক আল-আজদী আস-সিজিস্তানি। যিনি হাদীসের বিশিষ্ট ইমাম ছিলেন। তিনি ২০২ হিজরিতে জন্মগ্রহণ করেন। তিনি ইমাম বুখারীর সাথে ইমাম আহমদ ইবনে হাম¦লের অধীনে হাদীস অধ্যায়ন করেছিলেন এবং হাদীসের পরবর্তী অনেক জগত বিখ্যাত মুহাদ্দিস যেমন ইমাম তিরমিযী ও ইমাম নাসায়ীর মত মহান মুহাদ্দিসগণকে হাদীস শিক্ষা দিয়েছিলেন। তিনি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লামের বিশুদ্ধ হাদীস সংগ্রহের জন্য অত্যন্ত কঠোর পরিশ্রম করেছিলেন ।
তার গ্রন্থের প্রতিটি হাদীসকে কুরআনের সাথে সামঞ্জস্য করার জন্য পরীক্ষা করা হয়েছিল এবং দীর্ঘ যাচাই বাচাইয়ের পর তার হাদীসগুলো কুরআনের সাথে সামঞ্জস্যশীল বলে প্রমাণিত হয়েছিল। আবূ দাঊদ শরীফ মুসলিম বিশ্বের সর্বজন স্বীকৃত সংখ্যাগরিষ্ঠ হাদীস বিশারদ দ্বারা যাচাই বাচাই করার পর নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম এর সুন্নাহর সবচেয়ে প্রামাণ্য গ্রন্থ হিসেবে স্বীকৃত লাভ করেছে। তবে কিছু দুবর্ল হাদীসও রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। ইমাম আবূ দাঊদ ৫,০০,০০০ হাদীস সংগ্রহ করলেও তিনি তার আস সুনান গ্রন্থে ৪,৮০০ হাদীস সংকলন করেছিলেন, যা তিনি তৎকালীন বাগদাদ এবং অন্যন্য প্রধান শহরে পড়িয়েছিলেন।
ইমাম আবূ দাঊদ (র.) জীবনের শেষ চার বছর বসরার কাটিয়ে ৭৩ বছর হায়াত লাভ করে ১৬-ই শাওয়াল ২৭৫ হিজরিতে জুমার দিন ইন্তেকাল করেন।
Reviews
There are no reviews yet.