পরিচিতি
হাদীসশাস্ত্রে ছোট-বড় অনেক কিতাব সংকলিত হয়েছে। সবগুলোই ব্যাপক পাঠকপ্রিয়তা লাভ করেছে। বিশেষ করে যাদুত তালেবীন এ শাস্ত্রের ক্ষুদ্র একটি কিতাব যা প্রাথমিক শিক্ষার্থীদের জন্য খুবই উপকারী। লেখক এটিকে চরিত্র গঠনমূলক চমৎকার কিছু হাদীস দ্বারা জুমলা তথা বাক্য হিসেবে সাজিয়েছেন যার ফলে শিক্ষার্থীরা আগ্রহের সাথে কঠিন শব্দের তাহকীক, জটিল বাক্যের তারকীব তথা ইলমে নাহু ও সরফশাস্ত্রের যথাযথ প্রয়োগ শিখতে পারবে এবং পাশাপাশি হাদীসগুলো মুখস্থ করে তার আলোকে জীবন গড়বে।
শিক্ষার্থীদের কল্যাণে আমাদের সংযোজন-
১. ইলমে আদব সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি মুকাদ্দামা সংযোজন
২. যাদুত তালেবীন সম্পর্কে সর্বজন শ্রদ্ধেয় আলেম মুফতী শফী দেওবন্দ ও কারী তৈয়্যব সাহেব (র.)-এর দোয়া ও বাণী সংযোজন
৩. প্রত্যেকটি হাদীসের সাবলীল অনুবাদ।
৪. কঠিন শব্দের সরফী ও নাহবী তাহকীক।
৫. জটিল বাক্যের তারকীব।
৬. প্রয়োজনীয় ব্যাখ্যা- বিশ্লেষণ।
৭. রাবীর নাম ও সূত্র সংযোজন।
Reviews
There are no reviews yet.