এই কিতাবটি ফিকাহ শাস্ত্রের মধ্যম পর্যায়ের একটি বিশেষ কিতাব। এটি মূলত আল বেকায়া গ্রন্থের ব্যাখ্যা গ্রন্থ। আর ‘বেকায়া’ কিতাবটি তাজুশ শরীয়াহ মাহমুদ ইবনে সদরুশ শরিয়াতিল আকবর তাঁর প্রিয় নাতি ওবায়দুল্লাহ ইবনে মাসউদকে শিক্ষাদানের জন্যে সংক্ষেপে সুন্দর উপস্থাপনায় রচনা করেছিলেন। অতঃপর ওবায়দুল্লাহ ইবনে মাসউদ মূল মতনের সাথে আরো ব্যাখ্যা সংযোজন করে এর নাম দেন ‘শরহে বেকায়া’।
শিক্ষার্থীদের কল্যাণে আমাদের সংযোজন-
১. ইলমে ফিকহ ও শরহে বেকায়া সম্পর্কে মুকাদ্দামা সংযোজন।
২. আব্দুল হাই লক্ষ্মৌভী (র.) লিখিত মুকাদ্দামাটি সংযোজন।
৩. গ্রন্থকারের জীবনী উল্লেখ।
100 reviews for শরহে বেকায়া-১ম খণ্ড আরবি [জাদীদ]