তাফসীরে জালালাইন কিতাব সম্পর্কে
তাফসীরে জালালাইন আল্লামা জালালুদ্দীন মহল্লী (৭৯১-৮৬৪) এর অর্ধেকাংশ লিখেছেন এবং তার ছাত্র আল্লামা জালালুদ্দীন সুয়ূতী (৮৪৯-৯১১) যিনি একজন বিশ্ব নন্দিত মুফাস্সির ও হাদীস বিশারদ, তিনি আল্লামা মহল্লীর পরে বাকী অর্ধেকংশ লিখে এটি সম্পন্ন করেছেন। তাফসীরে জালালাইন পুরো ইসলামি বিশ্বে সমাদৃত, গ্রহণযোগ্য, সফল ও স্বার্থক একটি তাফসীর গ্রন্থ। যা শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য কুরআনের অর্থ অধ্যয়নের ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছে। যদিও এটি অন্যান্য তাফসীরের তুলনায় সংক্ষিপ্ত কিন্তু তাফসীরের সারনির্যাস আয়ত্ত করার ক্ষেত্রে অতুলনীয়। এটি সারা বিশ্বের অধিকাংশ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে খুব গুরুত্বের সাথে পাঠ দান করা হয়।
Reviews
There are no reviews yet.