হযরত মাওলানা জামীল আহমদ (র.)
এটি মূলত উসূলুশ শাশী এর ব্যাখ্যাগ্রন্থ। মুসান্নিফ (র.) এখানে উসূলুশ শাশীর প্রত্যেকটি মাসআলাকে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। সাবলীল বচন ভঙ্গিতে ব্যাখ্যা করেছেন। যা সর্বস্তরের শিক্ষার্থীদের জন্য খুবই উপকারী। উসূলুশ শাশীর অনেক ব্যাখ্যাগ্রন্থ রয়েছে। তার মধ্য থেকে এটি খুবই প্রসিদ্ধি এবং অতিপরিচিত একটি গ্রন্থ।

1 review for আজমালুল হাওয়াশী