লেখক পরিচিতি
মানজুর নোমানী (রহ.) ১৮ শাওয়াল ১৩৩৩ হিজরীতে (১৫ ডিসেম্বর, ১৯০৫ খৃষ্টাব্দে ) ভারতের সামভালে জন্মগ্রহণ করেছেন। তাঁর বাবা সুফি মুহাম্মদ হোসেন ছিলেন একজন মধ্যবিত্ত ধনী ব্যবসায়ী এবং জমিদার। মনজুর নোমানী নিজশহর সামভালে সিরাজুল উলুম হিলালী সারাই মাদরাসায় প্রাথমিক শিক্ষা অর্জন করেছেন । পরে তিনি আজমগড়ের দারুল উলূম মাউতে পড়াশোনা করেছেন। অবশেষে তিনি দারুল উলূম দেওবন্দে ভর্তি হন যেখানে তিনি দুই বছর অবস্থান করেনছেন। তিনি ১৩৪৪ হিজরীতে (১৯২৭ খৃষ্টাব্দে ) দাওরা হাদিসের পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে ফারেগ হন । দারুল উলূম দেওবন্দে তাঁর শিক্ষকদের মধ্যে ছিলেন আনোয়ার শাহ কাশ্মীরি , মুফতি আজিজুর রহমান এবং সিরাজ আহমদ রশিদী । তিনি পড়াশোনা শেষ করে তিন বছর আমরোহের চিলা মাদরাসায় শিক্ষকতা করেছিলেন। এরপরে চার বছর তিনি লাখনউর দারুল উলুম নদওয়াতুল উলামায় শায়খুল হাদিসের পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি ১৯৯৭ সালের ৪ বা ৫ই মে লাখনউতে মারা যান।
বাংলা সংস্কারণের বৈশিষ্ট্য-
১. মূল ইবারত ।
২. সহজ-সরল সাবলীল ভাষায় অনুবদ।
৩. শাব্দিক অনুবাদ।
৪. ইবারতের সংশ্লিষ্ট আলোচনা।
৫. কঠিন ও জটিল শব্দের তাহকীক।
Reviews
There are no reviews yet.